কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/23/photo-1474602420.jpg)
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আজ শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হন। রয়টার্সের পুরোনো ছবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম দুখু মিয়া (২৮)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে গয়টাপাড়া সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের কাছে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।