পঞ্চগড়ে রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি
পঞ্চগড় জেলা রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে এক সাধারণ সভা পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় এম আর সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেবীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আবু বাকের, এম আর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইনুন নিশাত খান, পাথরাজ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমান, পঞ্চগড় বিএমআই কলেজের অধ্যক্ষ মো. শামসুজ্জামান, ফুটকীবাড়ী কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক বক্তব্য দেন।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক, সাংবাদিক আবদুর রহিম ও শহীদুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে মো. দেলওয়ার হোসেন প্রধানকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের পঞ্চগড় জেলা রাষ্ট্রবিজ্ঞান সমিতির কমিটি গঠন করা হয়।
সভায় সমিতির পক্ষ থেকে নিয়মিত সভা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম ও নাগরিক অধিকার নিয়ে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলার সরকারি-বেসরকারি কলেজের অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।