চন্দ্রায় অপহৃত ব্যবসায়ী, উদ্ধার হয়নি ১৩ দিনেও
ঢাকার চন্দ্রা এলাকার এক ব্যবসায়ীকে ১৩ দিন আগে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (৩০) চন্দ্রার (স্থানীয়ভাবে চান্দুরা নামে পরিচিত) বারইপাড়ায় স্ত্রী ও দুই কন্যা নিয়ে ছয় বছর ধরে বসবাস করে আসছিলেন। তিনি সেখানে কাঁচামালের ব্যবসা করতেন। তাঁর বাড়ি পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল্লাহ।
রিয়াজুলের স্ত্রী মোছা. নেহার জানান, গত ১৪ সেপ্টেম্বর রাতে একই এলাকার ব্যবসায়িক পার্টনার মো. জামিল কাঁচামাল কিনবে বলে রিয়াজুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান। গভীর রাত অবধি বাসায় না ফেরায় তিনি রিয়াজুলের দুটি মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করেন। কিন্তু দুটি মোবাইল ফোনই বন্ধ পান।
পরে জামিলের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করেন রিয়াজুলের স্ত্রী। এ সময় জামিল রিয়াজুলের মক্তির জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
রিয়াজুলের স্ত্রী আরো বলেন, ‘মুক্তিপণের কথা শুনে আমি শ্বশুরবাড়ি পঞ্চগড়ে চলে আসি। টাকা সংগ্রহ করে চন্দ্রায় ফিরে জামিলের মোবাইল ফোনে যোগাযোগ করি। কিন্তু তখন থেকে জামিলের মোবাইল নম্বরটিও বন্ধ পাই।’
রিয়াজুলের বড় ভাই রেজাউল বলেন, ‘জামিল আমাকে এবং রিয়াজুলের শ্বশুরকেও (নেহারের বাবা সামসুল) মুক্তিপণ চেয়ে মোবাইলে ফোন করেছিল। বিষয়টি স্থানীয় কাউন্সিলর ইরান চৌধুরীকে আমরা অবহিত করি। পরে এ বিষয়ে পঞ্চগড় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর ইরান চৌধুরী জানান, পরিবারের লোকজনের কাছে শুনে বিষয়টির বিবরণ জানিয়ে গত ২৩ সেপ্টেম্বর পঞ্চগড় থানায় একটি জিডি করা হয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম মোমিন জানান, ঘটনা যেহেতু চন্দ্রায় ফলে জিডি হওয়ার পর আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।