বাল্যবিবাহের ঘটনায় বর-কনের বাবাকে জেল-জরিমানা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল তিন শিক্ষার্থী। রোববার রাতে উপজেলার ভজনপুর, শালবাহান ও তিরনইহাট ইউনিয়নে পৃথক তিনটি বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।
এ সময় বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নেওয়ায় বর ও কনের বাবাসহ দুই ব্যক্তিকে এক হাজার ৪০০ টাকা জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক শিশুকে বিয়ের দায়ে আবদুল হান্নান (২১) নামের এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানিউল ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুলতানা রাজিয়া ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র উপস্থিত ছিলেন।
ওসি সরেস চন্দ্র জানান, তিরনইহাট ইউনিয়নের খয়খাটাড়া গ্রামের জয়নাল হকের স্কুলপড়ুয়া মেয়ের (১৫) সঙ্গে একই উপজেলার দেবনগর ইউনিয়নের হেঙ্গাডোবা গ্রামের আতারুল হকের ছেলে আলম হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। এ ছাড়া ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামের নুরল হকের মেয়ের (১২) সঙ্গে একই গ্রামের তফিজুল হকের ছেলে (১৩) এবং শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের শুকুর আলীর মেয়ের (১৪) সঙ্গে মোহাম্মদ আলীর ছেলে আবদুল হান্নানের বিয়ে ঠিক হয়েছিল। এই বাল্যবিবাহের দায়ে বর-কনের বাবা ও আবদুল হান্নানকে শাস্তি দেওয়া হয়েছে।