পঞ্চগড়ে ১০ টাকা কেজিতে চাল বিতরণ শুরু
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পঞ্চগড় জেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুনতাজেরী দীনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল মোস্তফা ও সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস জানিয়েছে, ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চলতি সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং আগামী মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস জেলার প্রায় ৪৭ হাজার পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাল পাবে। এ জন্য জেলার পাঁচ উপজেলা ও দুটি পৌরসভায় ৯২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক শুক্র, শনি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্ড দেখিয়ে চাল নিতে পারবেন।
বক্তারা জানান, বর্তমান জোট সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ১০ টাকা কেজিতে চাল বিতরণ শুরু হয়েছে। বিধবা, তালাক প্রাপ্ত, স্বামী পরিত্যক্ত এবং যে পরিবারে দুস্থ শিশু রয়েছে, সেই পরিবারগুলোর মধ্য থেকে অগ্রাধিকারের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। তবে ভিজিডি কর্মসূচির সুবিধা পাওয়া ব্যক্তিদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কেউ কার্ড বেচাকেনা করলে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।