নগরকান্দা পৌরসভায় আ. লীগ জয়ী

ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রায়হান উদ্দীন ওরফে রব্বেল মাস্টার। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৩৮৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. আসাদুজ্জামান আসাদ পেয়েছেন মাত্র ২১৬ ভোট।
আজ বুধবার সকাল ৮টা থেকে ৯টি ভোটকেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে জেলার জ্যেষ্ঠ নির্বাচনী কর্মকর্তা ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তায় নিয়োজিত ছিল, র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন-র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসারের সদস্যরা।
নগরকান্দা পৌরসভার মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যৃদণ্ডাদেশ দেন। এ রায়ের পর মেয়র পদটি শূন্য হয়ে যায়।
নির্বাচিত হওয়ার পর রায়হান উদ্দীন ওরফে রব্বেল মাস্টার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।