মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকা থেকে আজ বুধবার সকালে মাখন বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী মফিজ উদ্দিন নির্যাতন করে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে নিহতের পরিবারের অভিযোগ।
দুই সন্তানের জননী মাখনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাই বাচ্চু মিয়া জানান, মফিজ জমির ব্যবসা করেন। সাত বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে ওই এলাকায় পাশাপাশি দুই বাড়িতে স্ত্রীদের নিয়ে বসবাস করছিলেন। দ্বিতীয় বিয়ের পর থেকে মফিজ প্রায়ই মাখনকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। গতকাল রাতে মাখনকে পিটিয়ে হত্যা করে দ্বিতীয় স্ত্রী আন্না বেগমের বাড়ির পাশের গাছে ঝুলিয়ে রেখে মফিজ ও তাঁর বাড়ির লোকজন আত্মহত্যা বলে প্রচার করেন।
মাখন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করে মফিজের বাড়ির লোকজন জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাখন নিখোঁজ হলে তাকে খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে মফিজের দ্বিতীয় স্ত্রী আন্না বেগমের বাড়ির পাশের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে মফিজের ভাই তারা মিয়া নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু মৃত্যু নিশ্চিত হওয়ায় আর হাসপাতালে নেওয়া হয়নি।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ওই গৃহবধূর মৃত্যুর ধরন নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তা জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।