পঞ্চগড়ে ক্লিনিকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
পঞ্চগড়ে দুটি বেসরকারি ক্লিনিকসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রনি আলম নূর র্যাব-১৩ সদস্যদের নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ক্লিনিক পরিচালনার নিয়ম না মানা এবং নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্স না থাকাসহ নোংরা পরিবেশের কারণে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ আইনে পঞ্চগড় শহরের সিটি জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা ও দেশ ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাবার উৎপাদন করায় ভোক্তা অধিকার আইনে পঞ্চগড় মৌচাক বেকারিকে ৩০ হাজার টাকা ও নূর বেকারিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মৌচাক বেকারিতে উৎপাদিত ভেজাল খাবার পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার অনিমেষ বিশ্বাস ও র্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেজর খুরশিদ আনোয়ার উপস্থিত ছিলেন।