রাবিপ্রবির দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের মাঝিরবস্তি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ক্লাস হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক জুয়েল শিকদার, সূচনা আক্তার, নৃপেন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নব প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের নানা সংকটের কথা তুলে ধরে তাদের সহযোগিতা কামনা করেন। নতুন এই বিশ্ববিদ্যালয়টিকে রাজনীতি ও সংঘাতমুক্ত রাখার অনুরোধ জানান।
শিক্ষক জুয়েল শিকদার জানান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং হিসাববিজ্ঞান বিভাগের নিয়মিত শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।