চাঁদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া বাজারে সোনার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে চারজন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন পথচারীসহ পাঁচজন।
আজ মঙ্গলবার সকালে বরদিয়া বাজারে নয়ন শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের ভেতরে রাখা দুটি গ্যাস সিলিন্ডার (এলপি গ্যাস) ও একই স্থানে রাখা নাইট্রিক এসিড বিক্রিয়ার একপর্যায়ে সিলিন্ডার দুটি বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আগুনের স্ফুলিঙ্গ দোকানের চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা সোনার কারিগর নন্দন (৩৫), বিষু (৩২), নয়ন (৩৫) ও দোকান মালিক দিলীপের (৪০) শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এদের মধ্যে নন্দন, বিষু ও নয়নকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোকান মালিক দিলীপ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।