বরগুনায় সাংবাদিককে হত্যার হুমকি
মাদক ও মাদক ব্যবসায়ীদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় অনলাইন সংবাদপত্র দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম এবং মাছরাঙা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মুশফিক আরিফকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মুশফিক আরিফ জানান, গত ১ ফেব্রুয়ারি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমে ‘মাদকের অভয়ারণ্য বরগুনার মনসাতলী গ্রাম’ শিরোনামে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কারো নাম উল্লেখ করা হয়নি। এর জের ধরে গত মঙ্গলবার সাইফুল ইসলাম কিশোর (৩০) এই হুমকি দেন। ওই প্রতিবেদনে যারা সাক্ষাৎকার দিয়েছিল তাদেরও জীবননাশের হুমকি দিচ্ছেন কিশোর। বর্তমানে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান মুশফিক আরিফ।
সাংবাদিক মুশফিক আরিফের মা খালেদা ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, তিনি মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে লাকুরতলা সেতু স্টেশনের কাছে এলে কিশোর তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং একমাত্র ছেলে মুশফিক আরিফকে হত্যার হুমকি দেন।
খালেদা ইসলাম আরো বলেন, ‘কিশোর বলে, ওই প্রতিবেদন প্রকাশের ফলে তার আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। এ কারণে সে দেখে নেওয়ার হুমকি দেয়।’
মুশফিক আরিফ দাবি করেন, কিশোর মাদক ও ছিনতাই চক্রের একজন সদস্য। মাদক ব্যবসা, মোটরসাইকেল ও গাড়ি ছিনতাই এবং চাঁদাবাজিসহ তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এর আগে ঢাকায় তিনি অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন।