নদী ও বিল রক্ষার দাবিতে নাটোরে নৌ লংমার্চ
‘নদী বাঁচাও, চলনবিল বাঁচাও’—এ স্লোগানে নাটোরে ব্যতিক্রমধর্মী নৌ লংমার্চ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকায় আত্রাই নদীতে এ কর্মসূচি পালন করা হয়। নদীর ঘাটে নৌ লংমার্চের উদ্বোধন করেন গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহেওয়াজ আলী মোল্লা।
এ সময় নৌ লংমার্চ কর্মসূচির আহ্বায়ক এমদাদুল হক মোল্লা, নদী রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আতাহার আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মোট ৩২টি সংগঠন যৌথভাবে চাঁচকৈড় নদীঘাট থেকে নৌপথে লংমার্চ শুরু করে। দুপুরে নৌ লংমার্চটি বড়াল নদী হয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি স্লুইসগেট এলাকায় গিয়ে আটকে যায়। পরে সেখানে এক সমাবেশের মাধ্যমে এ অঞ্চলের ৩০টি ছোট-বড় নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ সময় অপরিকল্পিত সব স্লুইসগেট অপসারণের দাবিও জানান লংমার্চে অংশগ্রহণকারীরা।