সাবেক সাংসদ রনি, সাংবাদিক নঈম নিজামের বিরুদ্ধে মামলা
আইনজীবীদের প্রতি মানহানিকর উক্তির অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
অপর দুজন হলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী।
আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবীদের পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. সাইদুর রহমান মানিক এ মামলা দায়ের করেন।
শুনানি শেষে আগামী ৩১ অক্টোবর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস।
আরজিতে বলা হয়েছে, সাবেক এমপি রনির লেখা ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শিরোনামে একটি কলাম গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করা হয়।
যেখানে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির গবেষণা বিভাগ নিজেদের গবেষণাগারে ইঁদুরের পরিবর্তে উকিলদের ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়ে পত্রপত্রিকা এবং অন্যান্য সংবাদমাধ্যমে প্রেস রিলিজ দিল। সাংবাদিকরা ওষুধ কোম্পানির গবেষণাগারে ভিড় জমাল এবং হঠাৎ এমনতর সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে চাইল।
উত্তরে ওষুধ কোম্পানি তাদের গবেষণাগারে ইঁদুরের পরিবর্তে উকিল ব্যবহারের জন্য তিনটি কারণ পেশ করল।’
আরো বলা হয়, ওই কলামে উল্লেখিত তিনটি কারণ আইনজীবীদের জন্য মানহানিকর।
এসব বক্তব্য দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানি এবং মানহানির উদ্দেশ্যে ওই বক্তব্য পত্রিকায় মুদ্রণের অভিযোগে ৫০১ ধারার অপরাধ।
এ ছাড়া ওই লেখার মাধ্যমে আইনজীবী শ্রেণিকে উত্তেজিত করার অভিযোগে ৫০৫ ধারায় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
মামলা দায়েরের সময় আদালতে বাদীপক্ষে শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।