সাবেক এমপি রনির বিরুদ্ধে রাজশাহীতে মামলা
আইনজীবীদের নিয়ে পত্রিকায় আপত্তিকর কলাম লেখায় রাজশাহীর আদালতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
আজ রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী শামিম আখতার হৃদয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আগামী ৯ নভেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আইনজীবী শামিম আখতার হৃদয় জানান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি গত ৩০ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৪ নম্বর পৃষ্ঠায় ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল!’ শিরোনামে খোলা কলাম লেখেন। ওই কলামের শেষাংশে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওষুধ কোম্পানির উদাহরণ দিয়ে আইনজীবীদের সম্মানহানি করেছেন।
আইনজীবী শামিম আখতার হৃদয় আরো জানান, বিচারক মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন এবং আগামী ৯ নভেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
একই কারণে এর আগে ঢাকার একটি আদালতে এ তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।