‘বিলুপ্ত ছিটে’ ভোট-উৎসবের আমেজ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড় জেলার আটটি ইউনিয়নের প্রার্থীরা আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব ইউনিয়নের মধ্যে পড়েছে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারাও। বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জন্য এটাই প্রথম ভোট। এবারই প্রথম তাঁরা ভোটার হয়েছেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটকে কেন্দ্র করে এই আট ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে। বলা যায় নির্বাচনকে ন্দ্রে করে বিলুপ্ত ছিটে উৎসাহ-উদ্দীপনা একটু বেশিই।
আজ বৃহস্পতিবার শেষ দিনে আট ইউনিয়নের প্রার্থীরা নিজ নিজ উপজেলা সদরে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। তাদের সঙ্গে সামিল ছিলেন এবার প্রথম ভোটার হওয়া বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারাও। এসব ইউনিয়নে আগামী ৩১ অক্টোবর ভোটগ্রহণ কবে। আগামীকাল শুক্রবার (৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই এবং ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
ইউনিয়গুলো হচ্ছে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাসা ইউনিয়ন, দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ও টেপ্রিগঞ্জ ইউনিয়ন এবং বোদা উপজেলার ময়দানদীঘি, কাজলদীঘি কালিয়াগঞ্জ, মাড়েয়া বামনহাট ও বড়শশী ইউনিয়ন। পঞ্চগড়ের সব বিলুপ্ত ছিটমহলকে এই আটটি ইউনিয়নের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
এ দিকে বোদা উপজেলার বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা যাওয়ায় একই দিনে ওই ইউনিয়নেও চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
সদর উপজেলা : উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন (বিএনপি বিদ্রোহী), গোলাম মুসা কলিমুল্লাহ (আওয়ামী লীগ), আবু আলম মো. আব্দুল হাই হেলাল (বিএনপি), মো. ইসমাইল হোসেন (জাতীয় পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার হাড়িভাসা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. জসীমউদ্দিন (বিএনপি বিদ্রোহী), মো. আবুল হোসেন (আওয়ামী লীগ), মো. জিয়াউল হক জিয়া (বিএনপি), মো. সাইয়েদ নূরী আলম (স্বতন্ত্র), মো. কেরামত আলী (স্বতন্ত্র), মো. শামুস কিবরিয়া প্রধান (স্বতন্ত্র), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র), এ কে এম শামসুল হক (স্বতন্ত্র), ধরণী মোহন রায় (স্বতন্ত্র), মো. ওসমান আলী (আওয়ামী লীগ বিদ্রোহী), মো. হায়দার আলী (জাতীয় পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
দেবীগঞ্জ উপজেলা : এ উপজেলার চিলাহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল আলম (বিএনপি) ও কামাল মোস্তাহারুল হাসান নয়ন (আওয়ামী লীগ) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
টেপ্রিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. গোলাম রহমান সরকার (আওয়ামী লীগ), আজিজুল হক (বিএনপি), আবু তাহের (আওয়ামী লীগ বিদ্রোহী), আবু আলম (স্বতন্ত্র) ও আবুল বাশার (স্বতন্ত্র)।
এ ছাড়া সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বোদা উপজেলা : এ উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল জব্বার (আওয়ামী লীগ) ও অ্যাডভোকেট হাবিব আল আমিন ফেরদৌস (বিএনপি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান শ্যামল (আওয়ামী লীগ), বর্তমান চেয়ারম্যান ফজলার রহমান (বিএনপি) ও আলাউদ্দিন আলাল (আওয়ামী লীগ বিদ্রোহী), তরিকুল ইসলাম (স্বতন্ত্র), আকতার হোসেন (স্বতন্ত্র), মুর্শিদা বেগম (স্বতন্ত্র), অরুন চন্দ্র রায় (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মাড়েয়া বামনহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু আনছার মো. রেজাউল করীম শামীম (আওয়ামী লীগ), মো. সারোয়ার আলম প্রধান (বিএনপি), বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন প্রধান (স্বতন্ত্র), মো. আব্দুর রাজ্জাক (বিএনপি বিদ্রোহী), মো. বেলাল হোসেন (জাতীয় পার্টি) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১০ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
বড়শশী ইউনিয়নে চেয়ারম্যান পদে মউর রহমান (আওয়ামী লীগ), আফজাল হোসেন (বিএনপি), মো. নুর হোসেন (আওয়ামী লীগ বিদ্রোহী) ও আব্দুর রহিম (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উপনির্বাচন : বোদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন যাওয়ায় একই দিনে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে মশিউর রহমান মানিক (আওয়ামী লীগ), আবু বক্কর সিদ্দিক মহব্বত (বিএনপি), মিজানুর রহমান মিজান (আওয়ামী লীগ বিদ্রোহী) ও মো. খয়রুল আলম (আওয়ামী লীগ বিদ্রোহী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।