প্রশস্ত হচ্ছে নীলফামারী-জলঢাকা সড়ক
উন্নয়ন প্রকল্পের আওতায় ২২ কিলোমিটার দীর্ঘ নীলফামারী-জলঢাকা সড়কের প্রস্থ ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করার কাজ শুরু হয়েছে। আজ রোববার দুপুরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
জলঢাকা উপজেলা শহরের পেট্রোল পাম্প এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে সড়কের প্রস্থ উন্নীত করার কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান নূর বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক উন্নয়ন ঘটে চলেছে। কিন্তু একটি মহল শেখ হাসিনার এ ধারাবাহিক উন্নয়নকে নস্যাৎ করতে নীলনকশার পরিকল্পনা করে যাচ্ছে। বিরোধী চক্রের সরকারবিরোধী এসব নীলনকশা প্রতিহত করতে আওয়ামী লীগের সব নেতা-কর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আসার আহ্বান জানান তিনি। এ ছাড়া সড়ক উন্নয়নের কাজে কেউ অনিয়ম করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন মন্ত্রী।
নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ ( জলঢাকা-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহসভাপতি দীপেন্দ্র নাথ রায়।