মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় ‘জেএমবি সদস্যের’ জবানবন্দি
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় ‘জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য’ গোলাম রব্বানী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইনুদ্দিনের আদালতে গোলাম রব্বানী জবানবন্দি দেন। তবে এ ব্যাপারে পুলিশের কেউ কোনো কথা বলতে চাননি।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম রব্বানীকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে আসে। পরে আদালত তাঁর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন রব্বানী।
গোলাম রব্বানী রাজারহাট উপজেলার ঘুমারু ভীমশীতলা গ্রামের বাসিন্দা। তিনি রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ নিয়ে এ মামলার ১০ আসামির মধ্যে চার ‘জেএমবি সদস্যকে’ গ্রেপ্তার করল পুলিশ। এ ছাড়া এ মামলার তিন আসামি এর আগে বিভিন্ন সময়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এরা হলেন রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় খায়রুল ইসলাম বাঁধন, কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় আবু মোকাদিল ওরফে ডন এবং রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে আবুল বাশির ওরফে বাইক হাসান। বাকি তিন আসামি পলাতক রয়েছেন।
গত ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়ালপাড়া এলাকায় সকালে প্রাতঃভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।