সৈয়দপুরে মিনিবাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/10/photo-1476113620.jpg)
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত ও এক ছাত্রী আহত হয়েছে। আজ সোমবার সকালে সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন আদানীর মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের বাদলের মেয়ে বাবলী এবং একই ইউনিয়নের খলিফাপাড়ার আক্তারুলের মেয়ে আক্তার মনি আজ সকালে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিল। এ সময় সৈয়দপুর-রংপুর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মিনিবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আক্তার মনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়।
আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আক্তার মনির অংশ নেওয়ার কথা ছিল।