আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে ২০ দলের বিবৃতি

চলমান রাজনৈতিক অবস্থায় ‘মানবাধিকার রক্ষা করে নিরপেক্ষতা বজায় রেখে আইনসম্মতভাবে কাজ’ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সাথে এই আহ্বানে ‘সাড়া না দিলে’ ভবিষ্যতে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।
আজ শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান ও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়, পুলিশ-বিজিবি-আনসার-র্যাব হচ্ছে রাষ্ট্রের তথা জনগণের বাহিনী। কোনো দলকে রক্ষা করা নয়, দলমত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব ও কর্তব্য।
সরকারের বিরুদ্ধে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুনাম, ঐতিহ্য ও নিরপেক্ষতা নষ্টের’ অভিযোগ এনে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই বাহিনীগুলোর সদস্যদের গৌরবময় অংশগ্রহণের ধারাবাহিতকতাও অনিশ্চয়তার মুখে পড়ছে।’
চলমান সমস্যা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয় উল্লেখ করে বলা হয়, এটি রাজনৈতিক সংকট, কাজেই রাজনৈতিক পন্থায় এর নিরসন করতে হবে।
বিবৃতিতে সারা দেশে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘এ আহ্বানের পরও যদি একটি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে, অন্যায়ভাবে জুলুম-নির্যাতন, গুম-অপহরণ বন্ধ না হয়, তাহলে এর সঙ্গে জড়িতদের আমরা আগামীতে কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলব। খুনি ও অত্যাচারী এবং তাদের দোসরদের ভবিষ্যতে আর কোনো ছাড় দেওয়া হবে না।’
বিবৃতিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতিটি পদক্ষেপ ও কার্যকলাপ সতর্ক পর্যবেক্ষণে রাখার জন্য ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।