হবিগঞ্জে অর্থ প্রতিমন্ত্রী
ঢাকা-সিলেট পথে চার লেনের ঋণচুক্তি কাল
অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। এ জন্য আগামীকাল শুক্রবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের ৮০ ভাগ এলাকাকে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। বাকি ২০ ভাগ দুই থেকে আড়াই বছরের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর গোটা দেশ আলোয় আলোকিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে সম্মেলনে প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য দেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন রেজু, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী প্রমুখ।