দিনাজপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার জাতিহার গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ উপজেলার জাতিহার গ্রামের মোজাম্মেল হোসেনের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে বিজিবি।
সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোরবান আলী।