দুর্নীতির মামলায় নির্বাহী প্রকৌশলীর জামিন নাকচ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমার জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা আলী এ আদেশ দেন। গতকাল মঙ্গলবার সুকোমলকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা থাকার সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে একটি বহুতল ভবন নির্মাণে অনৈতিক সহযোগিতা করেছেন সুকোমল। এ ঘটনায় তিনিসহ আরেকজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক।
আগামী ৬ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।
পার্বত্য চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে দুদক পরিদর্শক নিজামউদ্দীন বলেন, এ মামলার আরেক আসামি মিজানুর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সুকোমল চাকমার আইনজীবী অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু বলেন, ‘আমি মনে করি, উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মামলা হয়েছে, গতকালই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি।’