কুড়িগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/10/20/photo-1476982331.jpg)
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কুড়িগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি এ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট মো. আব্দুর রহমান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মেরিনা সরেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক।
জেলার ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, রৌমারী ও সদর উপজেলার গত এক বছরের ২৮১টি নারী নির্যাতনের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়।
সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকাই নারীর প্রতি সহিংসাতা প্রতিরোধ অনেকাংশে কমে আসবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।