সালাহ উদ্দিনের মেঘালয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করবে র্যাব
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস ও যুদ্ধ ঘোষণাকারী এবং ঘটে যাওয়া সব অপকর্মের কুশীলব। তাঁকে দেশে এনে প্রচলিত আইনে বিচার করা হবে।
আজ মঙ্গলবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ এ কথা বলেন। এ সময় চট্টগ্রাম পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল উপস্থিত ছিলেন।
সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার ঘটনায় র্যাব জড়িত নয় দাবি করে বেনজীর আহমেদ বলেন, সালাহ উদ্দিন কীভাবে সীমান্ত পাড়ি দিলেন, তা তদন্ত করবে র্যাব। এ ছাড়া সালাহ উদ্দিন আহমেদকে দেশে এনে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার করা হবে।
র্যাবের মহাপরিচালক বলেন, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ নিজে মানসিক রোগী এবং সব অপকর্মের দায়িত্বের ভারে ন্যুব্জ হয়ে তিনি আত্মগোপন করেছেন। এ ক্ষেত্রে র্যাবকে দায়ী করে বিভিন্ন ব্যক্তির বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন।