ঝিনাইদহে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা : প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে স্কুলছাত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি বখাটে লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়ে। পুলিশও পাল্টা শটগানের গুলি ছোড়ে। এতে লিটুর পায়ে গুলি লাগে। পরে আহত লিটুকে গ্রেপ্তার করে পুলিশ।
আজবাহার আলী বলেন, লিটুর কাছ থেকে একটি ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় বখাটে লিটু স্থানীয় জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে তার বাড়ির ছাদে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী প্রাণে রক্ষা পেলেও ধারালো ছুরির আঘাতে তার চোয়ালের বাম অংশ এবং ডান হাতের কব্জি ক্ষতবিক্ষত হয়। পরে স্কুলছাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দিন রাতেই আহত ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটে লিটুসহ পাঁচজনের নামে মামলা করেন। গতকাল মঙ্গলবার সকালে জেলা শহরের উপশহরপাড়ায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি বখাটে লিটুর নিকটাত্মীয় রুহুল আমিন ও তাঁর স্ত্রী রূপা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। আর আজ মূল আসামি গ্রেপ্তার হলো।