জাফর ইকবালকে চাবুকের হুমকিদাতা এমপির কুশপুতুল দাহ
জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে চাবুক মারার হুমকি দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কুশপুতুল পুড়িয়েছে বিক্ষুব্ধরা।
বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আজ বুধবার দুপুরে ‘বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে মানববন্ধন ও সংসদ সদস্যের কুশপুতুল পোড়ানো কর্মসূচি পালন করা হয়।
গত ৯ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালকে ‘সিলেটবিদ্বেষী’ আখ্যা দিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী চাবুক মারার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই দিন সংসদ সদস্য বলেন, ‘আমি যদি বড় কিছু হতাম তাহলে জাফর ইকবালকে (সিলেট নগরীর) কোর্ট পয়েন্টে ধরে এনে চাবুক মারতাম।’
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সঞ্জীবন সুদীপ বলেন, ‘একজন সংসদ সদস্যের মুখে এ ধরনের বক্তব্য পুরো জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকের প্রতি সংসদ সদস্যের এ আচরণে আমরা ক্ষুব্ধ ও হতাশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর রাজনৈতিক দৃর্বৃত্তায়নের অশুভ থাবারই একটি অংশ।’
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি করে সঞ্জীবন সুদীপ বলেন, ‘তাঁকে আমরা সংসদ সদস্য হিসেবে দেখছি না, তিনি হচ্ছেন একজন রাজনৈতিক দুর্বৃত্ত।’
অবিলম্বে মাহমুদ-উস-সামাদ চৌধুরীকে শাবিপ্রবির সিন্ডিকেট কমিটি থেকে বহিষ্কারের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শেখ ইরফান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে নাজনীনসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।