ঝিনাইদহে আ. লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মুক্তার আহম্মেদ মৃধা ও তাঁর ছেলে মোরশেদ মৃধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে এই কর্মসূচিতে কয়েক হাজার এলাকাবাসী যোগ দেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ারদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ডা. মেহের আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শোয়েব জোয়ারদারসহ অনেকে।
গত ১৮ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে শৈলকুপা হাসপাতাল মোড়ে উপজেলার আবাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুক্তার আহম্মেদ মৃধা ও তাঁর ছেলে মোরশেদ মৃধার ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এলজিইডির সড়ক সংস্কারের চারটি গ্রুপের প্রায় তিন কোটি টাকা মূল্যের কাজের দরপত্র নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে ।
এ ঘটনায় শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তরিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা জড়িত। হামলায় অংশ নেওয়া আসামিদের মধ্যে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।