ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান আটক, বোমা উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর দুই ভাইসহ আরো চারজনকে আটক করা হয়। র্যাব দাবি করেছে, তাদের কাছ থেকে দুটি হাতবোমাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক অপর ব্যক্তিরা হলেন বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের বড় ভাই আব্দুস সালাম, ছোট ভাই ফরহাদ রেজা, তাদের সহযোগী উজ্জ্বল সিকদার ও সুজন। ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগেরও নেতা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাছপট্টির ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) উৎপল রায় বিকেলে গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার মাছপট্টির ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অভিযান চালিয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদকে হাতেনাতে দুটি হাতবোমাসহ আটক করা হয়। এ সময় আরো চারজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা, একাধিক মোবাইল ফোনসেট ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মাদকের তালিকাভুক্ত পৃষ্ঠপোষক। অভিযানের সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার জন্য এলাকার সন্ত্রাসীরা চেষ্টা করে।
অভিযানে কী পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।