চাকরি দেওয়ার নামে প্রতারণা, র্যাবের কাছে সোপর্দ
ঝিনাইদহে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
আটক ব্যক্তির নাম রশিদুল ইসলাম ওরফে রিপন জোয়ারদার। আজ বৃহস্পতিবার বিকেলে প্রতারণার শিকার লোকজন তাঁকে ধরে র্যাবের কাছে সোপর্দ করে। রিপন নিজেকে বাস্তুহারা লীগের প্রধান নেতা হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানায়, রিপন এলাকার অর্ধ শত লোকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
র্যাব জানায়, প্রতারক রিপন জোয়ারদার সেনাবাহিনী, পুলিশ, পোস্ট অফিস, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ঝিনাইদহের আদালতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে প্রতারণার শিকার জেলার হরিণাকুণ্ডু উপজেলার খাজুরা গ্রামের মো. রজন, কুলবাড়িয়া গ্রামের সোহেল, হাসিবুলের সঙ্গে কথা বলে জানা যায়, সেনাবাহিনী, পোস্ট অফিসে অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেন রিপন জোয়ারদার। তাঁরা আরো বলেন, একইভাবে এলাকার আরো ৫০ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।