বিজিবি সদস্যের স্ত্রী ও কন্যার লাশ উদ্ধার
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) এক সদস্যের স্ত্রী ও কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মেয়েকে বিষপানে হত্যার পর মা আত্মহত্যা করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পুলিশ কোহিনুর বেগম (৩৫) ও তাঁর মেয়ে তৃষার (৭) লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে। তারা শহরের হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। কোহিনুরের স্বামী মো. হারুন-উর-রশিদ পঞ্চগড়ে বিজিবিতে কর্মরত আছেন। তৃষা দিনাজপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেন স্কুলের নার্সারি শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, সকালে কোহিনুরের সাথে তাঁর শাশুড়ি রেফুন বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। তার পরই কহিনুর মেয়েকে নিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর অনেক ডাকাডাকির পরও ঘরের দরজা না খুললে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় লোকজন দরজা ভেঙে মা ও মেয়ের মুখভর্তি ফেনা দেখতে পান। সাথে সাথে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম খালেকুজ্জামান এনটিভিকে জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েকে বিষপানে হত্যার পরা মা কোহিনুর আত্মহত্যা করেছেন।