সাতক্ষীরায় অস্ত্র কেনাবেচার সময় গ্রেপ্তার ৩
সাতক্ষীরার আশাশুনিতে গোপনে অস্ত্র বেচাকেনার সময় তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৬। এ সময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শ্যুটারগানসহ বিভিন্ন অস্ত্রের মোট ১২২টি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব ৬-এর স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যশোর গতকাল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরায় পৌঁছেন তাঁরা। এরপর অস্ত্রের ক্রেতা সেজে ফাঁদে ফেলে ধরা হয় অস্ত্র ব্যবসায়ীদের। এ সময় তিনজনকে গ্রেপ্তার করতে পারলেও মহিউদ্দিন বাবু ওরফে টাই বাবু নামের এক অস্ত্র কারবারি পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটারগানসহ বিভিন্ন অস্ত্রের মোট ১২২টি গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিন অস্ত্র ব্যবসায়ী হলেন - কলারোয়ার গাজনা গ্রামের মফিজুল সানা, সাতক্ষীরার রসুলপুরের মুহিত মোল্লা ও আশাশুনির কল্যাণপুরের সাঈদ হোসেন । এদের বিরুদ্ধে আশাশুনি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নিয়াজ মোহাম্মদ ফয়সাল।