সিফাত হত্যা মামলায় স্বামীর জামিন নামঞ্জুর
রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় আইনজীবী মোহাম্মদ আলী রমজানের পুত্রবধূ ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী মোহাম্মদ আসিফ ওরফে পিসলির জামিন নামঞ্জুর করেছেন আদালত। গৃহবধূ সিফাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আজ বৃহস্পতিবার দুপুরে পিসলির আইনজীবী তাঁর পক্ষে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক ইসমাঈল হোসেন জামিন নামঞ্জুর করে পিসলিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নগরীর রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর মামলার প্রধান আসামি পিসলি কারাগারে আটক আছেন। বৃহস্পতিবার দুপুরে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওই বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টার দিকে কোর্ট চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল ইসলাম রুবেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাশিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী গোলাম রাব্বানি প্রমুখ।
মানববন্ধনে আসামিপক্ষ আইনজীবী হওয়ায় এ মামলার সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সিফাতের পরিবার।
গত ২৯ মার্চ রবিবার রাতে মহানগরের প্রভাবশালী আইনজীবী মোহাম্মদ আলী রমজানের ‘সুখনীড়’ নামের বাড়িতে সিফাতের রহস্যজনক মৃত্যু হয়। প্রথমে এ ঘটনা আত্মহত্যা বলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে প্রচার করা হলেও ২ এপ্রিল এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হন সিফাতের স্বামী পিসলি। ঘটনার পর থেকে স্ত্রীকে নিয়ে পালিয়ে আছেন আইনজীবী মোহাম্মদ আলী রমজান।