গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
সিরাজগঞ্জের বেলকুচির চর সগুনায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আঙ্গুরী খাতুনের (২০) লাশ উদ্ধার করা হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার পর থেকে স্বামী আল আমিন পলাতক।
নাটোরের আমিরুল ইসলামের মেয়ে আঙ্গুরী এক সন্তানের জননী। এ ঘটনায় বেলকুচি থানায় তাঁর বাবা বাদী হয়ে মামলা করেছেন।
আমিরুল ইসলাম জানান, তিন বছর আগে চর সগুনা গ্রামের ওয়ার্কশপ ব্যবসায়ী আল আমিনের সঙ্গে আঙ্গুরীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই আল আমিন প্রায়ই তাকে মারধর করতেন। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আল আমিন ও তাঁর পরিবারের লোকজন আঙ্গুরীকে শ্বাসরোধে হত্যা করে। এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘরের দরজা খুলে লাশ নামিয়ে থানায় খবর দেয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।