সালাহ উদ্দিনকে ফেরাতে যোগাযোগ করেছে পুলিশ : আইজিপি
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ফেরত আনতে ভারতের সাথে যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বাংলাদেশ পুলিশও তাঁকে খুঁজছে।
পুলিশপ্রধান শহিদুল হক বলেন, ‘পুলিশ যে তাঁকে গ্রেপ্তার করেনি, এটা দিবালোকের মতো সত্য। আমরা তাঁকে গ্রেপ্তার করি নাই। আমাদের কাছে সে ছিল না। পুলিশ গ্রেপ্তার করলে আমরা তাঁকে আদালতেই সোপর্দ করতাম।’urgentPhoto
আইজিপি জানান, সালাউদ্দিন অনুপ্রবেশ করায় আগে ভারতীয় আইনি প্রক্রিয়া শেষ হবে, তারপর বাংলাদেশে তাঁকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়টি শুরু হবে।
শহিদুল হক আরো জানান, সালাউদ্দিন আহমেদ এরই মধ্যেই ভারতীয় পুলিশের নজরদারিতে আছেন। তাঁর ব্যাপারে ইন্টারপোলের রেড অ্যালার্টের বিষয়টি গণমাধ্যমে কেন এসেছে, সেটা পরিষ্কার নয় বলেও জানান তিনি।
শহিদুল হক বলেন, ‘ইন্টারপোল হলো আমাদের অথেনটিকেটেড (বিশ্বাসযোগ্য) একটা সোর্স। বাংলাদেশ থেকে আমরা দিল্লি পুলিশকে লিখেছি, তাঁরা আমাদের জবাব দিয়েছেন। সে জবাব অনুযায়ী আমরা জানতে পেরেছি, সে পুলিশ কাস্টডিতে আছে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর তাকে আদালতে সোপর্দ করা হবে। তারপর আদালত যেভাবে নির্দেশনা দেবে সেভাবে পুলিশ কাজ করবে।’
পুলিশপ্রধান জানান, সালাউদ্দিন আহমেদ ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে আছেন এমন খবর গণমাধ্যমে জানার পর, ভারতীয় পুলিশের সাথে এরই মধ্যে বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ হয়েছে।
যোগাযোগের প্রক্রিয়ার বিষয়টি উল্লেখ করে আইজিপি আরো বলেন, ‘আমাদের বন্দিবিনিময় যে আইন আছে একস্ট্রাডিশন অ্যাক্ট, সে আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্ডিয়ান গভর্মেন্টের কাছে তাঁকে চাইব। যেহেতু আমাদের কয়েকটি মামলায় সে আসামি, তাঁকে আমরাও খুঁজছিলাম। তাই, সে প্রক্রিয়া আমরা শুরু করব। এখন তো যেহেতু সে অসুস্থ, সে চিকিৎসাধীন আছে- এই মুহূর্তে আমরা এই প্রক্রিয়া শুরু করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।’