ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে উদ্ধার ১০
চোরাপথে ভারত পাচারকালে সাতক্ষীরার আলিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—নিক্সন মিয়া, নাসিরউদ্দিন, মনোয়ার হোসেন, আরিফউদ্দিন, ফরিদউদ্দিন, সালাহউদ্দিন, হাবিবুর রহমান, আবু বকর, আবু লেইস, রবিউল্লাহ ও নাজমুল। তাঁদের মধ্যে নছিমন চালক নাজমুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে। বাকি ১০ জনের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, মানব পাচারকারীরা তাঁদের সুনামগঞ্জ জেলা থেকে সাতক্ষীরায় নিয়ে আসে। রাত ১০টার দিকে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দেওয়ার কিছুক্ষণ আগেই আটক করা হয় তাঁদের। তিনি আরো জানান, মানব পাচারকারী সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের আবু জাহিদসহ আরো কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ওসি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা কিডনি পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। এরই মধ্যে ১১ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে।