নারায়ণগঞ্জে করের আওতায় ৬৮ হাজার মানুষ
নারায়ণগঞ্জে কর দেওয়ার আওতায় রয়েছেন ৬৮ হাজার মানুষ। অথচ কর পরিশোধ করছেন মাত্র ২৫ হাজার জন। বাকিরা ইচ্ছাকৃত অথবা কর আদায়কারীদের নানা রকম অনিয়ম ও হয়রানির শিকার হয়ে কর দিতে পারছেন না। এমনটাই জানা গেল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে চারদিনের কর মেলার উদ্বোধনী অনুষ্ঠান।
জেলার কর অঞ্চলের উপকমিশনার এ কে এম শামসুজ্জামানের সভাপতিত্বে এ মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া।
জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া বলেন, ‘আমরা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছি, আমাদের বিনয়ী হতে হবে। করদাতাদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। দেশকে সমৃদ্ধ করার জন্য আপনার-আমার সকলের দায়িত্ব রয়েছে। সরকার আমাদেরকে এই আসনে বসিয়েছে নাগরিকদের সহায়তা করার জন্য, সেবা দেওয়ার জন্য। কাউকে চাপে ফেলা বা ভয় দেখানোর জন্য নয়।’
প্রধান অতিথি সাংসদ সেলিম ওসমান কর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কোন কারণে করদাতারা আয়কর না দিয়ে দূরে সরে থাকেন তা বুঝতে হবে। আপনারা দুর্নীতি থেকে বেরিয়ে আসুন, মানুষকে ভালোবাসা দিন। দেখবেন সবাই কর পরিশোধ করছেন।’