ঝিনাইদহে চারজন আটক, অস্ত্র-মাদক উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে ওই চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা বারবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই সোহান ও সোহেল রানা এবং প্রতিবেশী জামাল ও কানসার।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, আজ ভোররাতে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে র্যাব। ওই সময় তাঁদের কাছ থেকে দেশি চারটি পাইপগান, একটি রিভলবার, ৭৯৫টি ইয়াবা ট্যাবলেট, ৩২১ বোতল ফেনসিডিল ও দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) উৎপল রায় জানান, গত ২৭ অক্টোবর বারোবাজার ইউপির চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ ও তাঁর বড় ভাই আবদুস সালাম, ছোট ভাই ফরহাদ রেজা, তাঁদের সহযোগী উজ্জ্বল সিকদার ও সুজনকে আটক করে র্যাব। ওই সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, হাতবোমা উদ্ধার করা হয়।