আবুল বারকাতকে হত্যার হুমকিতে উদ্বিগ্ন নাগরিকরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. আবুল বারকাতকে সপরিবারে হত্যার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা দেশে আল-কায়েদার সাথে যুক্ত বলে দাবিদার সহিংস উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা উগ্রবাদীদের দমনের জন্য অবিলম্বে আরো সক্রিয় ও দৃঢ়চিত্ত পদক্ষেপ গ্রহণে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ করছি, ব্লগার রাজীব থেকে শুরু করে একের পর এক প্রগতিশীল মুক্তমনা চিন্তার অনুসারীদের হত্যা করা হচ্ছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন সিলেটের অনন্ত বিজয় দাশ।’
‘আমরা জানতে পেরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. আবুল বারকাতকে বিজ্ঞানমনস্ক চিন্তার জন্য সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
বিবৃতিতে বিশিষ্টজনরা আরো বলেন, ‘এই উগ্রবাদী গোষ্ঠী আরো ৮৫ জন প্রগতিশীল ব্যক্তিকে হত্যার জন্য তালিকাভুক্ত করেছে। একের পর এক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও চিন্তিত।’
বিশিষ্টজনরা বলেন, অভিজিতের মতো অনন্ত বিজয় দাশকেও প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে হত্যা করা হয়েছে এবং তারপর হত্যাকারীরা নির্বিবাদে স্থান ত্যাগ করেছে। এটা কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। তারা হত্যার সাথে যুক্ত সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিদাতারা হচ্ছেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. অজয় রায়, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, অজয় রায়, কর্নেল (অব.) শওকত আলী, বিচারপতি কাজী এবাদুল হক, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, শামসুজ্জামান খান, ডা. সারওয়ার আলী, অধ্যাপক হায়াৎ মামুদ, অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক ড. শেখ জিনাত আলী, অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, অধ্যাপক ডা. সাঈদুর রহমান, ডা. ফওজিয়া মোসলেম, নুরজাহান বোস, পান্না কায়সার-খেলাঘর, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক মফি আহমেদ, মফিদুল হক, জিয়াউদ্দিন তারেক আলী, হারুন হাবিব, রামেন্দ্র মজুমদার, অধ্যাপক ড. আজিজুর রহমান, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অধ্যাপক এম এম আকাশ, এম সলিমউল্লাহ খান, খন্দকার মুনীরুজ্জামান, মেসবাহ উদ্দিন আহমেদ, রোকেয়া কবির, নুমান আহম্মদ খান, রোবায়েত ফেরদৌস, মিতা হক, অ্যাডভোকেট জাহিদুল বারী, রঞ্জিত কুমার সাহা, আমীরুল হক আমীন, সালেহ আহমেদ, আবদুল ওয়াহেদ, সেলিম রেজা, হুমায়ুন কবীর ও অলক দাসগুপ্ত।