সাইফুল নেছা চৌধুরীর ইন্তেকাল
সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিননগর নিবাসী মরহুম দেওয়ান তহসিনূর রাজার সহধর্মিণী দেওয়ান সাইফুল নেছা চৌধুরী (৯৫) আর নেই। আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমা সাইফুল নেছা চৌধুরী তিন ছেলে, তিন মেয়েসহ দেশে ও প্রবাসে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে ও বড় মেয়ে কয়েক বছর আগে ইন্তেকাল করেন। তিনি সুনামগঞ্জের মরহুম দেওয়ান মহসিন রাজার মা ও এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর দাদি।