‘জনগণের মুক্তিতে প্রয়োজন বাম বিকল্প শক্তি’

বৈষম্যমূলক রাষ্ট্রের বিপরীতে বাম বিকল্প শক্তি ক্ষমতায় না যাওয়া পর্যন্ত জনগণের মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে প্রবীণ এই অধ্যাপক এ মন্তব্য করেন।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সেই রাজনীতি আমাদের দরকার যে রাজনীতি এই সমাজকে বদল করবে। আমরা বলি যে, বিকল্প বাম রাজনীতি দরকার। এই বিকল্প কিসের বিকল্প? এই বিকল্প কি যারা শাসন করছে তাদের বিকল্প? আমরা এই রাষ্ট্রকে এমন রেখেই গদিতে বসে যাব। এখানে শুধু ক্ষমতা স্থানান্তরিত হবে না। আমাদের আকাঙ্ক্ষা ছিল, এই যে ক্ষমতা রূপান্তরিত হবে, রাষ্ট্র বদল হবে...। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে চলে আসবে।’
মানুষের মুক্তির লক্ষ্যে নির্মিত বাংলাদেশে গত ৪৫ বছরে বৈষম্য শুধু বেড়েই চলেছে। সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য দুদিনের সম্মেলনের আয়োজন করেছে গণসংহতি আন্দোলন।
‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই; মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী দুঃশাসন ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ রুখে দাঁড়ানোর আহ্বানে’ অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সম্মেলন শেষে আগামীকাল শনিবার দলের নাম, ঘোষণা, কর্মসূচি, গঠনতন্ত্র, দলীয় প্রতীক ও পতাকা চূড়ান্ত এবং দলের নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে।