নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাবার ইন্তেকাল
ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের বাবা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আবদুল খালেক মাতুব্বর (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব নগরকান্দা পৌরসভার মিরাকান্দা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
সাংবাদিক লিয়াকত হোসেনের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।