শহীদ মিনারে এম আর খানকে সর্বস্তরের শ্রদ্ধা
বাংলাদেশে শিশু চিকিৎসার পথিকৃৎ, জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।
আজ রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট ব্যক্তিরা প্রবাদতুল্য এই চিকিৎসকের নানা অবদান স্মরণ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন পর্বে সবাই একবাক্যে বলেন, এম আর খান ছিলেন এ দেশের সম্পদ, তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে এম আর খান কেমন ছিলেন, সে কথা জানিয়ে তাঁর মেয়ে ম্যান্ডি করিম বলেন, সবাইকে ক্ষমা করে দিতেন তিনি। সবাইকে তিনি শিশু ভেবে বোঝাতেন। সবার ভালো চাইতেন তিনি।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে এম আর খান ইন্তেকাল করেন।
আজ সকালে নিজের প্রতিষ্ঠিত রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণে এম আর খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় সাবেক কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ নেওয়া হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কার্যালয়ে। আগামীকাল সোমবার এম আর খানের জন্মস্থান সাতক্ষীরার রসুলপুরে তাঁর লাশ দাফন করা হবে।
দেশে কয়েকটি শিশু চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীনতা পদক, একুশে পদক, ম্যানিলা অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এম আর খান। লিখেছেন শিশু চিকিৎসাশাস্ত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি বই।