মোংলায় শুরু হয়েছে আয়কর মেলা
মোংলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী আয়কর মেলা।
খুলনা কর অঞ্চলের তত্ত্বাবধানে মোংলা সার্কেল ১৭-এর আয়োজনে স্থায়ী বন্দরের দিগরাজের উপকর কমিশনারের কার্যালয় চত্বরে আজ রোববার সকালে এ মেলা শুরু হয়েছে।
খুলনা কর অঞ্চল (রেঞ্জ-২) এর পরিদর্শক যুগ্ম কর কমিশনার গণেশ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
এ সময় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান, মোংলা সার্কেলের উপকর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ, বুডিরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র মণ্ডল প্রমুখ।
উপকর কমিশনার মো. মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেওয়া, আয়কর দেওয়ার কার্যক্রম সহজ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।