ঝিনাইদহে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হালিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, আজ সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলা ডাকবাংলা বাজার এলাকা থেকে গ্রেপ্তারের সময় আবদুল হালিমের কাছে একটি নাইন এমএম পিস্তল ও দুটি গুলি পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ১০টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।
তবে পরিবারের সদস্যদের দাবি, চারদিন আগেই আবদুল হালিমকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, গ্রেপ্তার আবদুল হালিম কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি। স্থানীয় লক্ষ্মীপুর বাজারের তাঁর জুতার ব্যবসা রয়েছে। আজ ভোরে ডাকবাংলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করার সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়। হালিমের বিরুদ্ধে ১০টি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আবদুল হালিমের ভাই আবদুর রাজ্জাক সাংবাদিকদের কাছে দাবি করেছেন, গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর বাজারের নিজের জুতার দোকান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে হালিমকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়টি স্বীকার করেননি অতিরিক্ত পুলিশ সুপার।