ড্যান্ডি ডাইং : খালেদা জিয়ার জবাব দাখিল ৩০ জুন
ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জবাব দাখিলে ৩০ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার অর্থঋণ আদালত-১-এর বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।
ড্যান্ডি ডাইংয়ের ৪৫ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণের মামলায় প্রধান আসামি ছিলেন আরাফাত রহমান কোকো। তিনি ড্যান্ডি ডাইং লিমিটেডের পরিচালক ছিলেন। গত ২৪ জানুয়ারি কোকো মালয়েশিয়ায় মারা যান। এর পর তাঁর উত্তরাধিকারী হিসেবে ১৬ মার্চ খালেদা জিয়া, কোকোর স্ত্রী শার্মিলা রহমান এবং তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে বিবাদী করা হয়।
চূড়ান্ত নোটিশ পাঠানোর পরও ঋণের অর্থ ফেরত না পাওয়ায় ৮ মার্চ সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী নজরুল ইসলাম আদালতে আবেদন করেন।
২০১৩ সালের ২ অক্টোবর ঋণখেলাপির অভিযোগে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
মামলার অন্য বিবাদীরা হলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, ছেলে শামস এস্কান্দার, সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, তাঁর স্ত্রী শাহিনা বেগম ও কাজী গালিব আহমেদ। এ ছাড়া আসামির তালিকায় ড্যান্ডি ডাইং লিমিটেডের নামও রয়েছে।