ঝিনাইদহে ‘মোস্ট ওয়ান্টেড’ শিবিরকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা থেকে মো. রুহুল আমিন (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আজ মঙ্গলবার জানিয়েছে, তিনি রাজশাহীর ‘মোস্ট ওয়ান্টেড’ শিবিরকর্মী। সন্ধ্যা ৬টার দিকে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার মেজর মো. মনির আহমেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
রুহুল আমিন উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে রাজশাহীর মতিহার থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।