‘নিখোঁজ’ আ. লীগ নেতা, ‘উঠিয়ে নেওয়ার’ অভিযোগ পরিবারের
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান খাঁন ভোরবেলা হাঁটতে বেরিয়ে ‘নিখোঁজ’ হয়েছেন। তবে তাঁর পরিবারের অভিযোগ, ‘কালো রঙের মাইক্রোবাসে করে কালো পোশাক পরা লোকজন’ তাঁকে উঠিয়ে নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় দিকে ইউনিয়নের চাকুলিয়া বটতলা এলাকা থেকে আজিজুর রহমান ‘নিখোঁজ’ হন।
আজ বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে সাবেক চেয়ারম্যানের স্বজনরা অভিযোগ করেছেন, তারা জিডি করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।
আজিজুর রহমান খাঁনের ভাইপো মো. খমিনুর রহমান খাঁন আজ জানান, তাঁর চাচা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। মাঠের ফসল দেখে ১০টার দিকে তিনি বাড়িতে ফেরেন। মঙ্গলবার ভোরেও তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টা পর্যন্ত বাড়িতে ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
‘একপর্যায়ে গ্রামের এক ভাটাশ্রমিক জানান, সকালে আজিজুর রহমানকে গ্রামের রাস্তা দিয়ে তিনি যেতে দেখেছেন। আজিজুর রহমানের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা এলাকায় একটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। তাতে চার-পাঁচজন কালো পোশাকের লোক বসা ছিলেন। এ ছাড়া বাইরে আরো দুজনকে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। মাইক্রোবাসের কাছে আসার পর আজিজুরকে আর দেখতে পাননি ওই শ্রমিক।’
সাবেক চেয়ারম্যানের ভাইপো আরো বলেন, এ কথা শোনার পর আমরা পুলিশের কাছে যাই। কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ।
আজিজুর রহমান খাঁনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে পুলিশে কর্মরত। আর মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করতেন।