ঝিনাইদহে ট্রাকের সঙ্গে আলমসাধুর সংঘর্ষ, নিহত ২
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত আলমসাধু ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন যাত্রী।
আজ শনিবার সকাল ৮টার দিকে কালীগঞ্জের পাতিবিলা নামক স্থানে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের আমজেদ (৩৫) ও আমির (৩৩)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়ক দিয়ে একটি মিনি ট্রাক কোটচাঁদপুর যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি আলমসাধু কালীগঞ্জ আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাতিবিলা নামক স্থানে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আমজেদ নামের একজন নিহত হন। এ সময় আহত হয় পাঁচজন যাত্রী। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আমির নামের আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।