কিশোরগঞ্জে বিএনপির সাবেক সাংসদের ইন্তেকাল
কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মঞ্জু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ সকালে ঢাকা থেকে ফেরার পথে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় মুজিবুর রহমানকে বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুখে ভুগছিলেন এবং সাম্প্রতিককালে বেশ কয়েকবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুজিবুর রহমান মঞ্জু ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে বিএনপিদলীয় প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তাঁর মৃত্যু সংবাদে বাজিতপুরে শোকের ছায়া নেমে আসে। সাবেক সংসদ সদস্যের মরদেহ বাজিতপুর শহরের মোরগমহল এলাকায় তাঁর নিজ বাসভবনে রাখা হয়েছে। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে সব শ্রেণী-পেশার মানুষ ভিড় জমান।
মরহুমের বাসভবনে উপস্থিত বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ বোরহান কুফিয়া (ছেনু মিয়া) ও পৌর বিএনপির সদস্য সচিব জসিম মাহমুদ জানান, মরহুমের জানাজা আগামীকাল বুধবার দুপুর আড়াইটায় বাজিতপুর ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে শাহপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হবে। তাঁর লাশ ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।