পঞ্চগড়ে মাসব্যাপী রাসমেলা শুরু
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসব্যাপী রাস উৎসব ও ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে। গতকাল রোববার রাতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান মেলার উদ্বোধন করেন।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর রাস পূর্ণিমা তিথিতে অটোয়ারীতে এই রাস উৎসবের আয়োজন করে।
মাসব্যাপী রাস উৎসবকে কেন্দ্র করে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাসমেলা। সেখানে গরু-মহিষসহ বিভিন্ন পশু কেনাবেচাসহ বসেছে নানা পণ্যের পসরা। মেলায় মানুষদের আনন্দ দিতে সার্কাস, যাত্রা, পুতুল নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
আলোয়াখোয়া রাস মন্দিরের সেবায়েত দীনেশ চন্দ্র বর্মণ জানান, প্রতিবছর পূর্ণিমা তিথিতে এখানে মাসব্যাপী রাস উৎসব ও রাসমেলা হয়ে থাকে। রাস পূর্ণিমার রাতে রাস ঘোরানোর মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। পূর্ণিমার রাতে রাধাকৃষ্ণ বিগ্রহ রাজবেদীতে পূজা শুরু হয়। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ঈশ্বরকে খুশি করতে মাসব্যাপী এই উৎসবে আসেন।
রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে বক্তব্য দেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জাসদের কেন্দ্রীয় নেতা এমরান আল আমীন, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রহমান আবদার, সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মেলা কমিটির সম্পাদক মো. এমদাদুল হক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বিপেন চন্দ্র রায় প্রমুখ।